শুরু হচ্ছে বাংলাদেশের নতুন অধ্যায়, কাল আসছে জুলাই ঘোষণাপত্র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৬:৫২

শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক অধ্যায়। চূড়ান্ত হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়া। কাল, ৫ আগস্ট, মঙ্গলবার বিকাল ৫টায়, এই ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
এই ঘোষণাপত্রে থাকবে—দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, আগামীর নির্বাচনপ্রক্রিয়া, প্রশাসনিক কাঠামোর সম্ভাব্য পরিবর্তন, আর থাকবে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা। ঘোষণাপত্রটি পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই।
এই দলিলকে ধরা হচ্ছে সরকারের নীতিগত দৃষ্টিভঙ্গির আনুষ্ঠানিক প্রকাশ হিসেবে। কেন এত গুরুত্ব দিচ্ছে সবাই? কারণ, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ আর রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে।
তাই এই ঘোষণাপত্র শুধু একটি নথি নয়—এটি হতে যাচ্ছে বাংলাদেশের নতুন ভবিষ্যতের দিকনির্দেশনা। আর ঠিক বিকাল পাঁচটায়, ইতিহাসে লেখা হবে নতুন একটি দিন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।