সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নো ট্রিটমেন্ট, নো রিলিজ—হাসপাতালে শেখ হাসিনার চাঞ্চল্যকর আদেশ ট্রাইব্যুনালে ফাঁস!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৮:০৮

ছবি: সংগৃহীত

একজন আহত ছাত্র। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বিছানায়। হঠাৎ সেখানে এলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উচ্চারণ করলেন সেই বিতর্কিত শব্দ: নো ট্রিটমেন্ট, নো রিলিজ! কি ছিল এই আদেশের বাস্তবতা? চলুন শুনে নিই সেই ছাত্রের মুখেই।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান। ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন ছাত্র আবদুল্লাহ আল ইমরান। গুলির স্থান—হাঁটুর নিচে। চিকিৎসা চলছিল আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে।

২৬ বা ২৭ জুলাই সকাল ৯টার দিকে শেখ হাসিনা হাসপাতালে পরিদর্শনে যান। ইমরান বলেন, আমি তাকে ম্যাডাম বললে, তিনি বলেন— আমাকে ‘আপা’ ডাকো। তিনি বুঝে যান, আমি আন্দোলনকারী। জিজ্ঞেস করেন, পুলিশ গুলি করেছে কি না। আমি বলি— হ্যাঁ। এরপর শেখ হাসিনা হেল্পডেস্কে গিয়ে বলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’।

ইমরান জানান, সেই আদেশের পর আমার অস্ত্রোপচার বিলম্বিত হয়। ওষুধ আসছিল না। বাবা আমাকে নিতে চাইলেও নিতে পারেননি। তখন বুঝি, আমাকে চিকিৎসা না দিয়ে আটকে রাখা হচ্ছে। এমনকি পা কেটে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।

এই ঘটনার জন্য ইমরান দায়ী করেন—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এই সাক্ষ্য দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top