ডিসি সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২০:৩৮

করোনা মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম নিউজফ্ল্যাশ৭১- কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করোনা পরিস্থিতির কারণে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে এখনও চিঠি পাননি বলেও জানান তিনি।

করোনার পরিস্থিতির কারণে ডিসি সম্মেলন বন্ধ থাকলেও পরে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

প্রতিবছর এ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান জেলা প্রশাসকরা। নিজ নিজ জেলার উন্নয়ন প্রস্তাবনা এবং সমস্যা লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে তুলে ধরেন তারা। 

প্রতি বছর এ সম্মেলন তিন দিনব্যাপী হলেও গত বছর পাঁচ দিনব্যাপী হয়েছিল। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব অংশ নেন। এ অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top