ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৮:১৮

শেখ হাসিনা

ফোর্বসের ২০২২ সালের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪২তম স্থানে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক বিখ্যাত সাময়িকীর ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

গত বছর ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। এবার ১ ধাপ এগিয়েছেন তিনি।

প্রভাবশালী মার্কিন সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সবশেষ ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ২৮৮ আসন পেয়ে ক্ষমতায় আসে তার দল আওয়ামী লীগ। এরপর টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। এসময়ে জনগণের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপ করেছেন শেখ হাসিনা।

ফোর্বস জানায়, বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা শেখ হাসিনার একটি চলমান সংগ্রাম।

সবচেয়ে ক্ষমতাবান নারী নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন।

ফোর্বস জানায়, তালিকাটি চারটি প্রধান মানদণ্ডে নির্ধারণ করা হয়। সেগুলো হলো অর্থ, মিডিয়া, প্রভাব ও প্রভাবের ক্ষেত্র।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top