‘স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ১৩:২৭
স্মার্টফোনে বিজয় সফটওয়্যার থাকা বাধ্যতামূলক, কিন্তু ব্যবহার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২৫ জানুয়ারি) ডিজিটাল বাংলাদেশ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিবাহিতার সাতকাহন
মন্ত্রী গণমাধ্যমকে বলেন, মোবাইল ফোন ব্যবহারকারী তার ফোনে কোন সফটওয়্যার রাখবেন বা রাখবেন না, তা তার স্বাধীনতা। মোবাইল ফোন কেনার পরে তিনি এক সেকেন্ডও তার ফোনে বিজয় নাও রাখতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন। এতে কোনও বাধ্যবাধকতা নেই। স্মার্টফোনে বিজয় সফটওয়্যার থাকা বাধ্যতামূলক। তবে ব্যবহার বাধ্যতামূলক নয়।
তিনি আরও বলেন, বাধ্যতামূলক কথাটি আমাদের দেশের মোবাইলফোন উৎপাদক ও আমদানিকারকদের ক্ষেত্রে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি বলেছে। এ দেশে যারা মোবাইল ফোন উৎপাদন করবেন এবং আমদানি করা হবে, তাতে বিজয় সফটওয়্যার থাকতে হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।