সারদা পুলিশ একাডেমি
মানুষের আস্থা অর্জন করতে হবে: পুলিশকে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২৩:১৮
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
পুলিশ বাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'সবসময় দেশের মানুষের তোমাদের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটাই তোমাদের কর্তব্য, সেটি মনে রাখতে হবে। পুলিশকে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালবাসা আস্থা বিশ্বাস অর্জন করতে পারলে পুলিশের সংখ্যার প্রয়োজন হবে না, মানুষকে সঙ্গে নিয়েই এ দেশের যে কোনও অপরাধ দমন করা যাবে।'
অপরাধের ধরণ পাল্টে যাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও বেশি উদ্যোগী হতে হবে। বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে পুলিশকে দক্ষতার পরিচয় দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি আশা করি, এই বাংলাদেশের পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। সেই লক্ষ্য নিয়েই পরিপ্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি এবং আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। এটা বাস্তবায়নে পুলিশেরও ভূমিকা রয়েছে। আর আজকের নবীন কর্মকর্তা ২০৪১’র সৈনিক। কাজেই সেভাবে নিজেকে গড়ে তুলবেন সেই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 'করোনাভাইরাস থেকে দেশ মুক্তি পেয়ে বাংলাদেশের অর্থনীতির গতি অব্যাহত থাকুক। দেশ এগিয়ে চলুক, সারাবিশ্বে বাংলাদেশ যেন উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে জাতির পিতার স্বপ্নের বাংলা হয়ে গড়ে উঠতে পারে সেই কামনা করি।'
এর আগে, রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশের নবীন কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন : পুলিশকে আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়: পুলিশ সারদা একাডেমি বিসিএস প্রধানমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।