বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রধানমন্ত্রী আজ কালিয়াকৈরে যাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:২৯

প্রধানমন্ত্রী আজ কালিয়াকৈরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যার ১১ বছরেও হয়নি বিচার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০ঘটিকায় একাডেমীতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন।

আনসার ও ভিডিপি বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিটি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আনুষ্ঠানিক কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ সমাপ্তি, প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ৪৩তম জাতীয় সমাবেশের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top