নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি

রাজিউর রেহমান | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ০০:১৬

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের কোনো তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। তিনি বলেন, আমাদের সার্ভার সুরক্ষিত আছে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে সেবা নেয়। তাদের মাধ্যমে তথ্য ফাঁস হয়েছে কি না খতিয়ে দেখা হবে। তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদের সার্ভিস বন্ধের পাশাপাশি চুক্তিও বাতিল করা হবে।

এর আগে, ৬ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে আছে ইন্টারনেটে।

টেকক্রাঞ্চ জানিয়েছে, আকস্মিকভাবে বাংলাদেশি সাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের বিষয়টি বুঝতে পেরে এক গবেষক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সঙ্গে যোগাযোগও করেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top