রাজাকারের জন্য দেশ নয়, এটা মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য

সাঈদীর লাশের পাহারায় হাজারো পুলিশ কেন, প্রশ্ন বিচারপতির

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৩, ০৩:১৩

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের প্রকাশ্যে আনতে কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর ‘স্মৃতি চিরঞ্জীবী’ স্মারকসৌধে ফুল দেওয়ার পরে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের প্রকাশ্যে আনতে কমিশন গঠন করা উচিত। অন্তত এ জন্য যে, মানুষজন যেন তাদেরকে ঘৃণা করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করার মাধ্যমেই তার হত্যাকারীদের সঠিক জবাব দেওয়া হবে।

এ দিকে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ পুলিশি পাহারা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার বলেছেন, আল্লামা নামধারী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষ মারা গেছে। তাকে পাহারা দেয়ার জন্য হাজার হাজার পুলিশ সারারাত জাগছে। 

বিচারপতি বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষ মারা গেছে, যার শিক্ষাগত যোগ্যতা কী আমি জানি না। আল্লামা নামধারী। সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশে। তাকে পাহারা দেয়ার জন্য হাজার হাজার পুলিশ সারারাত জাগছে। ভোরবেলা পিরোজপুরে নিয়ে গেছে।

জামায়াতের বিচার দাবি করে আবু আহমেদ জমাদার বলেন, ‘তদন্ত রিপোর্ট দাখিল করা আছে। সাক্ষী সাবুদ এখনো আছে, বিচার কেন করা হবে না? রাজাকারের জন্য দেশ নয়, এটা মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য। আমার আছে আর কয়েক মাস। আমাকে যদি বলা হয়, এই বিচার করলে গুলি করা হবে তবুও আমি বলব বিচার করব।’

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top