শুভেচ্ছা প্রদানকারী কর্মীর কাছ থেকে ১১ সোনার বার উদ্ধার
শাকিল খান | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৩:০৭
রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে কর্মরত একটি শুভেচ্ছা প্রদানকারী প্রতিষ্ঠান মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারীর কাছ থেকে ১১ পিস সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বিমান যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের অভিযোগে মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান শুভেচ্ছার কর্মীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
মো. রাজু নামের এই কর্মী পাওয়ার ব্যাংকে লুকিয়ে সোনার বার পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার বলেন মোহাম্মদ জিয়াউল হক।
জব্দ করা হয় ১২৭৬ গ্রাম ওজনের ১১টি সোনার বার। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ টাকা। শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ মো. রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় আর্মড পুলিশের গোয়েন্দা দলের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একইসঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে তিনি কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরবর্তীতে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।