বিশ্ব ইজতেমার কোন পর্বে অংশ নিচ্ছে কারা?
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪, ১৪:০৬
মুসলিম উম্মাহর আবেগের সাথে জড়িয়ে আছে বিশ্ব ইজতেমা। সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন এটি। টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি শুক্রবার। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক এ মহাসম্মেলন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবে মাওলানা যোবায়ের অনুসারীর অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এরপর ৪ দিন বিরতি দিয়ে মাওলানা সা’দ অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবে। ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে উভয় পর্বের বিশ্ব ইজতেমার এবারের আয়োজন।
প্রতিবছরের মতো এবারও বয়ান হবে উর্দু ভাষায়। এর পাশাপাশি বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে, বিভিন্ন দেশ হতে আগত মুসল্লিদের সুাবিধার্থে।
তুরাগতীরে ১৬০ একর বিস্তৃত ময়দানের উত্তর পশ্চিমে তৈরি হচ্ছে বয়ানমঞ্চ। আর পশ্চিমপ্রান্তে কামাড়পাড়া বিজ্র সংলগ্ন স্থানে তৈরী হচ্ছে বিদেশি মেহমানদের থাকার ঘর। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান নিবেন।
দেশী- বিদেশী মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও মুসল্লিদের নদী পারাপারের জন্য থাকবে সেনাবাহিনী এর বিশেষ (পল্টুন) ভাসমান সেতু।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।