শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপূজায় ৩ দিনের ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৪, ১৭:৩৪

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাখাওয়াত বলেন, 'আমি মনে করি, দুর্গা পূজায় দুই দিন কিংবা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী! এই ছুটিতে খালি উনাদের জন্য না! যেহেতু আমি ডিসিশন মেকার না, আমি সচিবকে বলেছি এটা নোট করতে। যতগুলো দাবি দিয়েছেন, আমাদের কেবিনেট মিটিং যখন হবে, আলোচনা করব।

যা এখন করা যায়, তাই হবে। যেগুলো এখন করা যাবে না; সাংবিধানিক কিছু ব্যাপারে আছে—সংবিধান পরিবর্তন করার কোনো প্রভিশন আমাদের নেই। এটা আমাদের রেকমেন্ডেশন থাকবে কনস্টিটিউশনে যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিকটেটরশিপ চাই না। আমরা জবাবদিহিমূলক সরকার চাই।

তিনি বলেন, 'আমার একটি মিশন পলিটিকাল পার্টি অ্যাক্ট আমরা তৈরি করব। ওই পলিটিকাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে, না পারলে করবেন না! এখানে পার্টির তো অভাব নেই।'

সাখাওয়াত আরও বলেন, 'আমি উনাদের কথা দিয়েছি, তাদের দাবি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এই মন্ত্রণালয় থেকে আমি জোর দিয়ে সুপারিশ করবো, যেন দুর্গাপূজায় যেন তিন দিন ছুটি হয়। তিন দিন না হলেও দুই দিন যেন ছুটি হয়। কারণ এক দিন ছুটি হয়, যারা চাকরি করে তারা যেতে পারে না।'

জন্মাষ্টমীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিবিড় নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, 'আমরা জেলাগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেবো, জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে (পূজা) হবে। যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, যদি পুলিশ কম হয়, তাহলে আনসার নিয়ে আসবেন, জেলায় বিজিবির আঞ্চলিক দপ্তর আছে, জেলা প্রশাসকরা চাইলে ফোর্স পাবেন।' তিনি বলেন, 'আমি চাই না থার্ড কলামিস্ট একটা কিছু করুক এবং আমাদের বদনাম করুক, দেশের বদনাম করুক।'

এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার জন্য আগামী সাতদিন সময়সীমা বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এই সময়সীমার অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ অস্ত্র যেগুলো বাইরে পাওয়া যায় না, যেগুলো সিভিলিয়নদের হাতে যাওয়ার কথা নয়, সেটার অথোরাইজ পুলিশ, র‌্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে তাদের হাতে গেল?”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top