শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি লাঠিচার্জ ও ধস্তাধস্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৫:৫০

বুয়েট প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আজ (২৭ আগস্ট) দুপুরে শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটেছে। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়।
ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, জল কামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বুয়েট শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি থেকে চারুকলার সামনে দিয়ে শাহবাগে পৌঁছে মূল সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন। তাদের দাবি হলো—১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। ২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করা। ৩. বিএসসি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।