সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংস্কার প্রাধান্য: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৫:০১

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কেনো নির্বাচন হবে, তা আমার কাছে মনে হচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, প্রথম থেকেই তারা নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষ-বিপক্ষ করেনি। মূল চাহিদা হলো সংস্কার এবং বিচারের নিশ্চয়তা। প্রয়োজন হলে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, এতে কোনো আপত্তি নেই।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি সংক্রান্ত প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এসব শুধুই গালগল্প এবং মিথ্যা প্রোপাগান্ডা। তার কাছে নির্বাচনের সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশে সংস্কার আনা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের কাছে দেখাতে হবে যে এই পরিবর্তন এসেছে তাদের জন্য এবং জুলাই প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top