বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, ঘোষণা আসন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৬:২০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, যেকোনো সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে।

ইসি কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের আয়োজনের জন্য সময়সীমা নির্ধারিত হওয়ায় খুব শিগগিরই কমিশন রোডম্যাপ ও তফশিল ঘোষণা করবে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার আহ্বান জানানো হয় বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ, রোডম্যাপ ও তফশিল নিয়ে আলোচনা চলছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা যায়। এবার যেকোনো মুহূর্তে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top