জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

Nasir Uddin | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৫, ২০:০৭

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

১৪ দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় ঠিক করে দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি।

এ বিষয়ে সকল দল ঐকমত্য হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে হবে। সবপক্ষ, তাদের ওেই সম্মতি থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিং এর প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণের সুযোগ সরকার করে দেবে, কাজেই মতানৈক্য হওয়ার কোনো কারণ নাই।”

তিনি বলেন, যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। ১৪ দিনের মধ্যে অসম্ভব নয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি।

শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে।

রিজওয়ানা হাসান বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ছাড়া নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না, এটাতো আমরা বলে দেব না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top