ধানমন্ডি ৩২ এর ইট-রড খুলে নিয়ে যাচ্ছে উৎসুক জনতা
বার্তা বিভাগ | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রাতভর ভাঙচুরের পর এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। সকাল থেকে একাধিক ক্রেন দিয়ে ভবন ভাঙার কাজ চলছে। একইসঙ্গে ভাঙা বাড়িটির ইট, রডসহ বিভিন্ন ধ্বংসাবেশ নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
সরজমিনে দেখা যায়, রাতভর ভাঙচুরের পর এখনও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙার কাজ চলমান আছে। শত-শত মানুষ বাড়িটির আশেপাশের সড়কে অবস্থান নিয়ে সেই দৃশ্য দেখছে। অনেকে নিজেরাও ভাঙচুর কার্যক্রমে অংশ নিচ্ছে। পাশাপাশি উৎসুক জনতার একাংশ ভেঙে পড়া বাড়িটির ইট-রডসহ নানা ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে।
তবে এসব কাজ ভবঘুরে ও নেশাগ্রস্তরা করছেন বলেও দাবি অনেকের। আব্দুস সালাম নামে ব্যক্তি বলেন, ভালো মানুষ কিছু নিচ্ছে না। যারা নিচ্ছে, তারা সব নেশাগ্রস্ত ভবঘুরে। এরা এসব বিক্রি করে নেশা করবে।
অপর এক ব্যক্তি বলেন, এসব শেখ হাসিনার কৃতকর্মের ফল। সে আগে দেখাইছে, এখন তার সাথে একই জিনিস হচ্ছে। এই জায়গায় এতিম খানা করতে হবে। অথবা আবু জেহেলের বাড়ি যেমন টয়লেট হয়েছে। এটাও তেমন হওয়া উচিত।
সাভার থেকে ৩২-এ ঘুরতে আসা এক নারী বলেন, জুলাই আন্দোলনের সময় বাচ্চাদের সাথে সড়কে ছিলাম। ৫ আগস্ট এখানে আসতে চেয়েছিলাম। আমার আগেই আসার ইচ্ছে ছিল। তখন আসতে পারিনি, এখন বোন, ছেলে-মেয়েকে নিয়ে এসেছি। ভালো-মন্দ যাই করা হবে মানুষকে তার সাজা পেতে হবে। ভুলে গেলে চলবে না, আল্লাহ বলে একজন আছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।