বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

চাচা বাড়িঘর ভাঙ্গা কেন, আপা কোথায়? কী বুঝাতে চাইলেন ইলিয়াস

রাজীব রায়হান | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

কঠিন তাণ্ডব চলেছে আগেও। তবে এ বার ইতিহাস মোছার পথে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ক্রেন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সোমবার মধ্য রাতে।

এদিকে যখন পুরো দেশের দৃষ্টি বত্রিশে। পক্ষে বিপক্ষে যখন আলোচনা সমালোচনা। ঠিক তখন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। যেখানে তিনি লিখেছেন,  চাচা বাড়িঘর ভাঙ্গা কেন, আপা কোথায়?

এছাড়াও তিনি তার পোস্টে লিখেছেন, ৩২ নম্বর জয় বাংলা করে দিছে বাংলাদেশে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আপালীগ শ্লোগান দেয়, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নিউইয়র্কে না চিল্লায়ে দেশে যাও, ৩২ নম্বরে গিয়ে টিকটক বানাও।

চাচা বাড়িঘর ভা'ঙ্গা কেন, আপা কোথায়? আর আরেকটা জিনিস। আমাকে নিয়ে আজেবাজে শ্লোগান দেয়া হলে এর হিসেব দেশে গিয়ে নিবো৷ তোমাদের ঠিকানা খুঁজে বের করা কঠিন কিছু না৷ পরিস্থিতি আরেকটু পক্ষে আসলেই দেশে চলে যাবো, অতএব সাবধান!

অল্প সময়ের মধ্যে তার এমন পোস্টে নেটিজেনরাও কমেন্ট করছেন। সেখানে একজন মন্তব্য করেছেন, একমাত্র আপাই পারে ছাত্র-জনতার মাঝে সেই জুলাইয়ের ঐক্য ফিরিয়ে আনতে। ধন্যবাদ আপা। আরেকজন কমেন্ট করেছেন, বাড়িঘর এত সাজানো কেন আপা কোথায়। একজন নারী কমেন্টে লিখেছেন,  আপা গো আপা কেউ রাজপথে নামেনা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top