বিএনপি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল
বার্তা বিভাগ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮
 
                                        ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে- এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে আমরা এখন থেকে চাইব, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং তাকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনতে হবে ‘
‘শেখ হাসিনার সহযোগিতা যারা ছিলেন তাদেরকেও বিচার আওতায় আনবে, এটাই আমাদের প্রত্যাশা’ বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।