সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা
বার্তা বিভাগ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:০৩
 
                                        সচিবালয়ের সামনে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যাওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাগ-বিতণ্ডা বাধে। এর একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারী মিজানুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম চাকরি ফিরে পাওয়ার জন্য। ১০ জনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। কয়েকজনকে ধরেও নিয়েছে। আমরা এ হামলার সুষ্ঠু সমাধান চাই।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ পরিদর্শক কায়সার বলেন, বিগত সরকারের সময় চাকরি হারানো পুলিশের বেশকিছু কনস্টেবল তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটের সামনে এসেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
শাহবাগ থান ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কোনো আহতের বিষয় জানি না। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন, তারা সেখানে দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।
সূত্র : ইত্তেফাক

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।