বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ভুলবশত আটটি বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান, আহত ১৫

বার্তাকক্ষ | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ১৯:৩৬

ভুলবশত আটটি বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান, আহত ১৫

সামরিক মহড়ার সময় ভুলবশত বেসামরিক স্থানে আটটি বোমা নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের (৬ মার্চ) এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

দমকল বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পোচিয়ন শহরে বোমার আঘাতে বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে।


দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, যৌথ ফায়ারিং মহড়ার সময় দুটি 'কেএফ-১৬' বিমান থেকে আটটি ৫০০ পাউন্ডের বোমা রেঞ্জের বাইরে পড়ে।

স্থানীয় ৬৫ বছর বয়সী বাসিন্দা ওহ মং-সু বলেন, হঠাৎ একটি ফাইটার জেটের বিকট গর্জন শোনা গেল। তারপর একটি বিস্ফোরণ। আমি যখন ঘটনাস্থলে যাই, তখন সেখানে প্রায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


স্থানীয়রা জানান, একটি নির্মাণ সাইটে যাওয়ার পথে গাড়িতে থাকা লোকজন বোমার আঘাতে আহত হয়। তাদের মধ্যে কেউ কেউ গাড়ি থেকেও বের হতে পারেনি। আরেকজন গাড়ির বাইরে চোখ ঢেকে ছিলেন।

বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, অস্বাভাবিক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য আমরা দুঃখিত এবং আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, পাইলট ভুল স্থানাঙ্কে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুটি বিমান চারটি করে বোমা নিক্ষেপ করে এবং সবগুলোরই বিস্ফোরণ ঘটে। কারণ খুঁজে বের করতে মহড়া স্থগিত থাকবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top