দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

বার্তাকক্ষ | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১৯:৪০

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় আজ বুধবার (১২ মার্চ) দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। এ ছাড়াও তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ।

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে বৃহস্পতিবার (১৩ মার্চ) আনুমানিক ভোর ৩টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ত্রিপলী থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদেরকে দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান।

এ সময় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

এ সময় প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার জন্য জোরালো অনুরোধ জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যাবাসিতদের তাদের ভয়াবহ অভিজ্ঞতা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে তিনি তাদেরকে দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত এবং পাচারের শিকার বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম লিবিয়ার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top