বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার

বার্তাকক্ষ | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৯:১৮

আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম আতাউল্লাহ আবু জুনুনী।বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় একটি রোহিঙ্গা বিদ্রোহী দল আরসা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ২০১৬ সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুসারে, তখন থেকে দলটির নেতৃত্ব দেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

সূত্র : কালের কন্ঠ




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top