আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ফখরুল, কেন নো কমেন্টস
রাজীব রায়হান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৯:২৭

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যখন পুরোদেশ তোলপাড়। তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বিএনপি মহাসচিব। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি এখনই কোনো কমেন্ট করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। থ্যাংক ইউ।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার (২২ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সকাল ১১টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জাতীয় ঐক্য, নির্বাচন, সংস্কার ইস্যুসহ নানা বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর যখন দলটি নিষিদ্ধের দাবি উঠতে থাকে। তখন দেশের আরেক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব এ বিষয়ে বললেন, ‘নো কমেন্টস’।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, সংস্কার আগে, নির্বাচন পরে, কিংবা নির্বাচন আগে সংস্কার পরে; এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি (সংস্কার সনদ) তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তী সময়ে যা বাস্তবায়ন করবে।
মির্জা ফখরুল বলেন, এখন অন্তর্বর্তী সরকারের করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করা। যাতে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা যায়। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কার সম্পন্ন করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।