হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত! জয়শঙ্করের নতুন চমক
রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৪:২০

এস জয়শঙ্করের বক্তব্যে পুরোদেশ তোলপাড়। জুলাই আন্দোলন নিয়ে চমক দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমত্চ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতাচ্যুত করার আগেই তার বিরুদ্ধে জনমত তৈরি হয়।
আর জনমতের বিষয়টি জানতো ভারত। তবে জানলে কী হবে। হস্তক্ষেপ করাতো সম্ভব ছিলো না। দেশটির পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি পরামর্শক কমিটিকে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরের টালমাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃত্বস্থানীয় অংশীদারও জানতো বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কের বক্তব্যের উল্লেখ করেন জয়শঙ্কর। জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে, যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়, তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে।
গতকালের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে। তবে চীনকে তিনি প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী হিসেবে দেখেন।
ব্রিফিংয়ে জয়শঙ্কর ইঙ্গিত দেন, সার্ক বাতিল হয়নি, বরং বিরতিতে আছে। অর্থাৎ, ভবিষ্যতে এটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।