সেনাপ্রধান কী রিফাইন্ড আ. লীগের জন্য সত্যিই চাপ দিয়েছিল
হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, বেরিয়ে এলো থলের বিড়াল
রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৫:৩৭

রাজনীতির মাঠ এখন বেশ উত্তপ্ত। কারণ সেনাপ্রধানের দিকে আঙ্গুল তুলেছেন জানাক শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছেন সেনাপ্রধান।
সেনাপ্রধানের বিরুদ্ধে দেওয়া ওই পোস্টের পর অনেকেই হাসনাতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। অনেকে নানা মত দিচ্ছেন। তবে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম।
সামাজিক মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন হাসনাত। তিনি দাবি করেন, সেনানিবাস থেকে তাকে ও আরও দুইজনকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে হাসনাতের এই বক্তব্যের সঙ্গে একমত নন সারজিস আলম।
রোববার (২৩ মার্চ) দুপুরে সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাতের ব্যাখ্যার সঙ্গে কিছুটা ভিন্নমত জানান সারজিস। তিনি বলেন, ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে তিনি ও হাসনাত বৈঠক করেছিলেন। সেনাপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আলোচনায় অংশ নেন।
সারজিস বলেন, সেনানিবাস থেকে আমাদের ডেকে নেওয়া হয়নি। সেনাপ্রধান যখন এনাফ ইজ এনাফ মন্তব্য করেন, তখন আমি তার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না। পরে সেনাপ্রধানের সঙ্গে আমাদের বৈঠক হয়।
তিনি দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের বিষয়ে কোনো চাপ দেওয়া হয়নি। বরং সেনাপ্রধান ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা নিয়ে তার দৃষ্টিভঙ্গি জানিয়েছিলেন।
পোস্টের শেষে সারজিস বলেন, যদি কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করে, তাহলে তার সামনে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তবে সহযোদ্ধার বক্তব্য সংশোধন করার প্রয়োজন হলে তা করব।
আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে ক্যান্টনমেন্ট থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসনাত যে দাবি করেছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর।
শনিবার (২২ মার্চ) নেত্র নিউজকে দেওয়া সেনাসদরের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনাসদরের বিবৃতিতে। এ ছাড়া এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।