ঈদের আগে টুরিস্ট ভিসা নিয়ে যা জানালো ভারতীয় দূতাবাস
রাহুল রাজ | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৫:৫৩

বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছিল, বাংলাদেশিদের মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেয়া হবে। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, টুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
আগের বছরগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ঈদের আগে ভারতমুখী মানুষের ভিড় বাড়তো। পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা না থাকায় ইচ্ছা থাকলেও ভারতে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক বাংলাদেশির। নিয়মিত ভারত ভ্রমণ করা ব্যক্তিদের অনেকেই মনে করেছিলেন, ঈদের আগে ভারতীয় টুরিস্ট ভিসা চালু করা হতে পারে।
রোববার (২৩ মার্চ) ঈদের আগে টুরিস্ট ভিসার ইস্যুর বিষয়ে জানতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, টুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে। তবে টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাননি কর্মকর্তারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।