ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১০:৪১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের প্রথম ট্রেন যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো। ট্রেনযাত্রা উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন ট্রেন চলাচল করবে বিশেষ ব্যবস্থা।
আজ যারা যাত্রা করছেন, তারা অগ্রিম টিকিট গত ১৪ মার্চ সংগ্রহ করেছিল। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।
এদিন সকাল থেকেই স্টেশনে মানুষের ঢল দেখা গেছে। ঈদে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ট্রেনযাত্রীরা আনন্দিত মুখে বাড়ির পথে রওনা হচ্ছেন।
এবার বিনা টিকিটের যাত্রী যাতে না যায় সেজন্য কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে কঠোর ব্যবস্থীা নেয়া হয়েছে। র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশের সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে, এবারের ঈদযাত্রা যেন সকলের জন্য সুখকর ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।