ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
বার্তাকক্ষ | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৪:৩২

ঈদুল ফিতর পরবর্তী ফিরতি ট্রেনযাত্রা যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে আজ। সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ফিরতি যাত্রার ক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হচ্ছে আজ ২৪ মার্চ। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ।
৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ। ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে এবারের ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়।
সকাল থেকে বেশ নির্বিঘ্নেই ট্রেনে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। এখন পর্যন্ত ৪৩টির মধ্যে চারটি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।