অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৫:১১

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমের অবস্থা জানতে দ্রুতই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে ফিল্ডিংয়ে নামেন তিনি। এসময় বুকে ব্যথা অনুভব করলে তখনই সাভারের বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে।
যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক শনাক্ত হয় এবং স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।