পিনাকীর বক্তব্যকে ভুয়া বলে নাকচ করে দিলেন সোহেল তাজ, অত:পর যা হলো
রাজীব রায়হান | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৬:১৪

সামাজিক মাধ্যমে একটি খবর চাউর হয়েছে। সেই খবরে উত্তাল পুরো দেশ। কেউ শঙ্কায় কেউ আবার আশায় বুক বেঁধেছেন। অনেকে বলছেন, সাবের হোসেন চৌধুরী ও শিরীন শারমীন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। তবে অনেকে বলছেন, শিরীন শারমিন নন বরং নেতৃত্বে আসছেন সোহেল তাজ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে।
ব্লগার পিনাকী ভট্টাচার্য। তিনিও তীর ছুঁড়েন সোহেল তাজের দিকে। বলেন, আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই কথা বলেন সোহেল তাজ।
আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন কিনা-এমন প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।
নতুন করে নতুন দল নিয়ে রাজনীতিতে ফিরে আসবেন কিনা জানতে চাইলে সোহেল তাজ সরাসরি এর উত্তর দেননি। তবে তিনি বলেন, নতুন প্রজন্মই দেশ গড়বে। তারাই হবে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পিওর হার্ট নিয়ে দেশ গড়তে এগিয়ে আসে তবে তাদের পাশে থাকবেন সোহেল তাজ।
এর আগে, বৃহস্পতিবার ফেসবুক পেজে এক পোস্টে পিনাকী ভট্টাচার্য এ খবর ছড়ান। তিনি বলেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেলকে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটা যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি।
পিনাকীর এই বক্তব্যকে ভুয়া নিউজ বলে আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছেন সোহেল তাজ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পোস্ট দেন তিনি। ওই পোস্টে পিনাকীর দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।