ঈদের লম্বা ছুটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে
বার্তাকক্ষ | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৭:০৮

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, ঈদের নয় দিনের ছুটিতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য সরকার সতর্ক থাকবে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সোমবার (২৪ মার্চ) সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।
যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।