সারজিসের ১০০ গাড়ি বহর, পিনাকী-ইলিয়াসদের বক্তব্যের কড়া সমালোচনা
রাজীব রায়হান | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৮:৫৭

ছবি: সংগৃহীত
গেল সোমবারের ঘটনা। ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জানাক নেতা সারজিস আলম। সৈয়দপুর থেকে তিনি সড়কপথে যান পঞ্চগড়ের দেবীগঞ্জ। এরপর সেখান থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে করেন পুরো পঞ্চগড় জেলা সফর।
সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর সেই পুরনো স্টাইল। বাড়ি ফেরার পথে সারজিস আলমের এই শোডাউন। আর এটি নিয়েই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা । এ নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি।
ফখরুল বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে। অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। জনগণ যাতে বিএনপিকে ভালো বলে—এমন কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা তাঁরা কোনোমতেই মেনে নিতে পারেন না। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।’
বিএনপির এ নেতা বলেন, আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায়, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়—সেই কাজগুলো শুরু হয়েছে।
অতি দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলে মানুষ নির্বাচনমুখী হবে। তখন যেকোনো ধরনের ষড়যন্ত্র আর টিকতে পারবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।