যাবার আগে হামজা চৌধুরী কী বলে গেলেন, আবারও ফিরবেন তো
রাজীব রায়হান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৭:৩৫

গেল ১৭ মার্চ যখন হামজা চৌধুরী এলেন। তারপর জয় করলেন। তখন বিপুল উন্মাদনা দেশের ফুটবলে। সেই আমেজের সমাপ্তি ঘটলো আজ।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপে বাছাইয়ের ম্যাচ। সেই গোলশূন্য ড্র হওয়া ম্যাচে দারুণ পারফরম্যান্স। মাঠে ছিলেন দুর্দান্ত। এভাবেই সবার নজর কেড়েছেন হামজা চৌধুরী। এক ম্যাচ খেলেই ছড়িয়ে গেছেন মুগ্ধতা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছেড়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ফুটবল ভক্তদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। বলে গেছেন, দেখা হবে জুনে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ফেসবুকে পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে। সেখানে হামজা বলেছেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে। স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।