বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে, বলছে ইউএসজিএস

রাজীব রায়হান | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১০:১৬

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। এ তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে।

শুক্রবার (২৮ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, আমরা ধারণা করছি, মিয়ানমারে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে । ভূকম্পটির উৎপত্তিস্থল সাগাইংয়ে। ভূপৃষ্ঠের ঠিক ১৬ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানায়, মিয়ানমারে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। একটি ৭ দশমিক ৭ ও আরেকটি  ৬ দশমিক ৪ মাত্রার। থাইল্যান্ডে ভূমিকম্পটি ছিল বেশ বিধ্বংসী। সূত্র: স্কাই নিউজ, ইত্তেফাক



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top