৮ বছর পর জিয়া পরিবারে অন্যরকম ঈদ, নেতাকর্মীরা যা বলছেন
রাজীব রায়হান | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৬:৪৪

এবারে এক অন্যরকম ঈদ পালন করবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা। আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে পুত্র তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করছেন তিনি। এ কারণে এবারের ঈদ তার জীবনে বিশেষ কিছু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানান। রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ বার্তা দেন।
এ সময় ফখরুল বলেন, আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন ভালো আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিং ফর আস। খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন-এমন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বলেন, এটা নিশ্চিত না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন।
বাসায় দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আছেন, আছেন তিন নাতনী (তারেকের মেয়ে জাইমা রহমান, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান)। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন। কারণ দীর্ঘদিন পর ম্যাডাম আপনজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। বুঝতেই পারছেন, এখানে অনেক আবেগ জড়িত।
খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।
নেতাকর্মীরা বলছেন, ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে দলীয় চেয়ারপারসনের শুভেচ্ছা বিনিময়ের একটি রীতি ছিল। সারা বছর সবাই এই দিনটির জন্য উম্মুখ হয়ে থাকতেন। কিন্তু ২০১৮ সালের পর থেকে সেই সুযোগ পাচ্ছেন না নেতাকর্মীরা।
তারা জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রায় পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় সুযোগ পেয়েছেন, তাতে তারা খুশি। পাশাপাশি এবার জিয়া পরিবারের সবাই মিলে ঈদ করার সুযোগ পাচ্ছেন, এটাও তাদের জন্য বাড়তি আনন্দের।
তবে দেশের নেতাকর্মীরা চেয়ারপারসনকে কাছে না পেলেও এবার লন্ডনে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। ঈদের সময়টি দলীয়প্রধানের সঙ্গে কাটবে এমন প্রত্যাশা করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।