ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির, টানাপোড়েন কেটে যাবে
রাজীব রায়হান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৫, ১৮:১৬

থাইল্যান্ড যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে।
বুধবার (২ এপ্রিল) প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি খলিলুর রহমান বলেন, ‘আমরা বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি। এ ক্ষেত্রে আশাবাদী থাকতে আমাদের কাছে সঙ্গত কারণ আছে। বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ যদি তা-ই হয়, তাহলে এটি হবে মোদি-ইউনূসের প্রথম সরাসরি কোনো বৈঠক।
গেল বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরআগে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূসের বৈঠকের আয়োজনে কূটনৈতিকভাবে ভারতের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ।
আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা জসিম উদ্দিন বলন, ‘মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হলে দুই দেশের সম্পর্ক ঘিরে যে টানাপোড়েন চলছে, তা কেটে যাবে।’
এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ড. ইউনূসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাওয়া হয়েছে। মোদি বলেন, ‘দুদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছি।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।