সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

টানা ৯ দিন বন্ধের পর খুলল সরকারি অফিস

Nasir Uddin | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১১:২১

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৬ এপ্রিল) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। আজ থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও রোজার আগের সময় ধরে চলবে।

এর আগে গতকাল শনিবার (০৫ এপ্রিল) এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের ছুটি শেষ হয়। ঈদের আগে সর্বশেষ ২৭ মার্চ (বৃহস্পতিবার) এসব অফিস খোলা ছিলো। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।

৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপন শুরু হয়, তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারিত ছিল। এর আগে, উপদেষ্টা পরিষদ গত বছর ১৭ অক্টোবর ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়, যা আগে ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা ৯ দিন ছুটি ভোগ করছেন, কারণ ৩ এপ্রিলের পর সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) ছিল।

এখন, আজ থেকে সরকারি অফিসগুলো পুনরায় খুলে গেল এবং কর্মচারীরা তাদের দায়িত্বে ফিরে এসেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top