সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেফতার

Nasir Uddin | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ১০:৪৮

ফাইল ছবি

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি। তবে সুনির্দিষ্ট কোন মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, কাজী কারামত আলীকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হতে পারে।

আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে গত জুলাই-আগস্ট আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

কাজী কেরামত ১৯৯২ সালে পঞ্চম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে উপ-নির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর থেকে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে সরকার পতনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

গত ৩০ আগস্ট রাজবাড়ীতে কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নামে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজিব মোল্লা।

মামলায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top