গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় যা বললেন টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১৩:০৮

ছবি: সংগৃহীত

দুদকের বিরুদ্ধে এবার উল্টো অভিযোগ তুললেন টিউলিপ সিদ্দিক। নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসা বলে দাবি করেছেন ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার কূটনৈতিক এলাকায় ‘অবৈধভাবে’ জমি পাওয়ার অভিযোগ এবং বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে তিনি এসব কথা বলেন। 

টিউলিপ সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ কখনোই সরাসরি কোনো অভিযোগ আনেনি বা যোগাযোগ করেনি। বলেন, আমি কোনো বেআইনি কাজ করিনি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। শুরু থেকেই মিডিয়ার মাধ্যমে আমার বিচার করা হয়েছে। আমার আইনজীবীরা একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব আসেনি।

শেখ হাসিনার ভাগ্নি বলেন, আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।

দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে ঢাকার অভিজাত এলাকায় জমি পেয়েছেন। ওই অভিযোগে শেখ হাসিনার ঘনিষ্ঠ ৫৩ জনের বিরুদ্ধে একযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই তালিকায় টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনার আত্মীয়রাও রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top