বর্তমান সংবিধানের অধীনে বৈধ সরকার গঠন সম্ভব নয়, কেন বললেন ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

ছবি: সংগৃহীত

বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংস্কৃতি, প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যতই জরুরি হোক না কেন, তা যদি ফ্যাসিস্ট সংবিধানকে বহাল রাখে, তবে তা প্রকৃত পরিবর্তনের দিকে এগোয় না।

তিনি বলেন, কেন আমি বারবার গণঅভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লব মানে হচ্ছে বিদ্যমান আইন বা সংবিধান বাতিল করে নতুন ব্যবস্থা প্রবর্তন করা। কিন্তু এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি, বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকেই বহাল রেখেছে।

ফরহাদ বলেন, এই সংবিধানের অধীনে গঠিত সরকারকে আমি বৈধ মনে করি না। আমি জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে থাকার প্রশ্নই আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

তার মতে, বাংলাদেশের বর্তমান সংবিধান ও শাসনব্যবস্থা জনগণের প্রকৃত প্রতিনিধি নয় এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকেই সোচ্চার হতে হবে। তিনি বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top