আজ সাপ্তাহিক ছুটির দিনেও সব সরকারি অফিস ও ব্যাংক খোলা

Nasir Uddin | প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৪:৫৫

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির মধ্যে ২ দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

সকাল থেকে দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একইসঙ্গে শেয়ার বাজারেও অন্য কর্মদিবসের মতোই লেনদেন চালু রয়েছে।

একইভাবে চালু রয়েছে সরকারি অফিসও। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে আজ দাপ্তরিক ও বিচারকাজ চলছে।

একইভাবে, চিকিৎসা সেবা, হাসপাতাল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী ও যানবাহনও এই ছুটির বাইরে থাকবে। সরকারি দপ্তরের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের ফলে টানা ছুটির সুবিধা যেমন মিলবে, তেমনি দেশের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর কার্যক্রমও নির্বিঘ্নে চলবে।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top