নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১৭:১০

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন? নির্ধারিত সময়ে নির্বাচন দাবি করা কি মহাপাপ? আজ উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এই ইস্যুতে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কেন এমনটা হচ্ছে?

রোববার (২৫ মে) সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, কবি কাজী নজরুল ইসলামের লেখা, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা নিয়েছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস। শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top