বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ৩ দিনের আল্টিমেটাম

Nasir Uddin | প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৭:৩৯

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে ২৯ মের মধ্যে অপসারণ করার সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে রোববার (২৫ মে) কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে ঘোষিত এনবিআর চেয়ারম্যান অপসারণে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত রাখার কথা জানিয়েছিল তারা।

সোমবার আবারও সেই দাবিসহ আল্টিমেটাম দিল এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘বর্তমান চেয়ারম্যানের প্রতি এনবিআরের অভ্যন্তরে আস্থার চরম সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় তার নেতৃত্বে সুষ্ঠু রাজস্ব প্রশাসন পরিচালনা সম্ভব নয়। তাই জাতীয় স্বার্থে তাকে অপসারণ করা জরুরি।’

সংগঠনটি আরও জানায়, সরকারের পক্ষ থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর না করার এবং এনবিআরকে বিশেষায়িত বিভাগ হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিকে তারা ইতিবাচকভাবে দেখছে। রাজস্বনীতির জন্য আলাদা সংস্থা গঠনের ঘোষণাকেও স্বাগত জানানো হয়। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন খুব শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করবে সরকার।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘গত ১৪ থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে আমরা কলম বিরতি ও কর্মবিরতি পালন করি। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি ও বাজেট কার্যক্রমকে আন্দোলনের আওতামুক্ত রাখা হয়েছিল দেশীয় স্বার্থে। এখন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত হলেও এনবিআর চেয়ারম্যান অপসারণ না হওয়া পর্যন্ত তার সঙ্গে অসহযোগিতা চলবে।’

সংগঠনটি দাবি করে, এই আন্দোলনের ফলে রাজস্ব ব্যবস্থায় টেকসই সংস্কারের একটি বাস্তব ভিত্তি তৈরি হয়েছে এবং সরকারের সদর্থক প্রতিক্রিয়া আন্দোলনের যৌক্তিকতাকেই প্রমাণ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top