ঢাবি ক্যাম্পাসকে জোনে ভাগ করে নিরাপদ করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত হলে ক্যাম্পাসকে বিভিন্ন জোনে ভাগ করবেন। তিনি জানান, রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে নির্ধারণ করা হবে কোথায় কী ধরনের বিধিনিষেধ থাকবে এবং কে কোথায় যেতে পারবে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তার উপর জোর দিয়ে আবিদুল বলেন, নিরাপদ ক্যাম্পাস তখনই সম্ভব, যখন প্রতিটি ইঞ্চি মাটি নারীদের জন্য সমানভাবে নিরাপদ হবে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রার্থী ক্লাসরুমে সরাসরি প্রচারণা চালাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আবিদুল আশা প্রকাশ করেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে, যেখানে মতভেদ থাকবে, বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে। তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়তে হবে, কিন্তু বহিরাগতদের আনার মাধ্যমে তা সম্ভব নয়। আমরা ডাকসু ক্যালেন্ডারের মতো প্রতি বছর নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করব, ভালো ফলাফল ও এক্সিলেন্ট শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করব। উভয় প্রার্থীই নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top