পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:২২
পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার
এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।