আমার লোক কালচার ছাড়ুক বিএনপি-জামায়াত: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আজ সকালে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে তিনি বিএনপি, জামায়াত এবং ছোট দলগুলোর প্রতি কড়া আহ্বান জানিয়েছেন—তাদের ‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, গত ছয় মাসে পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে দুটি বড় দলের শীর্ষ নেতারা অসন্তোষ প্রকাশ করে তাকে ফোন করেছেন। একদল বলেছে সরাতে, আরেক দল বলেছে সরালেন কেন!আইন উপদেষ্টার আশঙ্কা, কেবল বড় দল নয়; ছোট ও উদীয়মান দলগুলোও এই ‘স্বজনপ্রীতির’ ব্যাধি থেকে মুক্ত নয়।

তিনি হুঁশিয়ারি দেন, তারা বড় হলেও এই ব্যাসধি তাদের গ্রাস করবে।প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এই বৈঠকে আইন উপদেষ্টার এই মন্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতির দুর্বল দিকটি তুলে ধরল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top