তারেক রহমানের দেশে ফেরা, নিরাপত্তা চায় যুক্তরাষ্ট্র বিএনপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:১৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উঠেছে বড় ধরনের ষড়যন্ত্রের অভিযোগ। শুক্রবার (৩১ অক্টোবর) নিউইয়র্কে স্টেট বিএনপি নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন—নানামুখী ষড়যন্ত্রের কারণে তারেক রহমানের দেশে ফেরা কঠিন হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তারেক রহমানের দেশে ফেরা আটকাতে পরিকল্পনা করছে এবং নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। উল্টো বিভিন্ন সরকারি এজেন্সি নিরুৎসাহিত করছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির প্রেসিডেন্ট মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ দাবি করেন, একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা নিশ্চিত করে জাতিকে মেসেজ দিতে হবে।নেতারা প্রবাস থেকে অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট নিরাপত্তার বিধি প্রকাশ করে তাকে দেশে ফেরার আমন্ত্রণ জানানোর অনুরোধ করেছেন। আশা করা হচ্ছে, সৌদি আরবে ওমরাহ পালন শেষে দ্রুতই তিনি দেশে ফিরবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।