জাতীয় নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:৫১
সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ এড়াতে নির্দেশ দিয়েছে। সম্প্রতি এই বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
পরিপত্রে বলা হয়েছে, পূর্বে জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ হচ্ছে না। অনেক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এই ধরনের প্রস্তাব প্রায়ই কার্যালয়ে আসছে, যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী নির্বাচনের সময় পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশে যাবে না।
পরিপত্রের কপি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এবং সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।