একাত্তরের অভিযোগ ভিত্তিহীন: বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জামায়াত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:০২
একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন—দাবি করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
শনিবার কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়। আলাল বলেছিলেন, একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।
এর প্রতিবাদে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, এই বক্তব্য জাতীয় ঐক্যবিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, আলাল কাউকে খুশি করতে অপপ্রচার চালাচ্ছেন, যা আওয়ামী ফ্যাসিস্টদের সুরের প্রতিধ্বনি।
মাওলানা হালিম আরও বলেন, জামায়াতের বিরুদ্ধে 'মানবতাবিরোধী অপরাধ' বা 'হত্যাযজ্ঞে সম্পৃক্ততা'র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্যই এমন প্রপাগান্ডা চালানো হয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যা সর্বদা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে। তাই জামায়াতকে নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক ও বিদ্বেষপ্রসূত। ভবিষ্যতে জাতীয় ঐক্য ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি আহ্বান জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।